ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

 অগ্নিদগ্ধ স্থানে ঠান্ডা পানির ব্যবহার ক্ষতি, কিন্তু কেন?

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১১:০৫ এএম

অগ্নিদগ্ধ (পোড়া) হলেই বরফ বা খুব ঠান্ডা পানি দিলে আরাম মিলবে- এই ধারণা অনেকেরই। কিন্তু বাস্তবে এটি ক্ষতি ডেকে আনতে পারে। বরফ বা বরফমিশ্রিত পানি ব্যবহার করলে ক্ষত আরও বাড়তে পারে, এমনকি হতে পারে প্রাণঘাতী জটিলতাও।

কেন অগ্নিদগ্ধ হলে ঠান্ডা পানি দেয়া যাবে না?

অতিরিক্ত ঠান্ডা টিস্যু ড্যামেজ বাড়ায়

বরফ বা বরফ-ঠান্ডা পানি ক্ষতস্থানের রক্তপ্রবাহ কমিয়ে দেয়। এতে চামড়া ও আশপাশের কোষগুলোতে আরও ক্ষতি হয়। টিস্যু ড্যামেজ বাড়তে পারে।

হাইপোথারমিয়ার ঝুঁকি

বিশেষ করে শিশুরা বা যারা বড় অংশে দগ্ধ হয়েছেন, তারা বরফ দিলে দ্রুত হাইপোথারমিয়ায় (শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া) আক্রান্ত হতে পারেন।

ব্যথা আরও বাড়তে পারে

বরফ বা অতিরিক্ত ঠান্ডায় স্নায়ুগুলো সংবেদনশীল হয়ে অস্বস্তি ও ব্যথা আরও বাড়তে পারে।

ভুল পদ্ধতি চিকিৎসা বিলম্বিত করে

অনেকে ঠান্ডা লাগিয়ে বসে থাকেন, কিন্তু আসল চিকিৎসা নিতে দেরি করেন। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে ও দগ্ধ অংশ জটিল হতে পারে।
 

যা করতে হবে

* সাধারণ তাপমাত্রার বা সামান্য ঠান্ডা পানি (১৫–২৫°C) দিয়ে ১০–১৫ মিনিট ক্ষতস্থান ধুয়ে দিন।

* বরফ বা বরফমিশ্রিত পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

* দগ্ধ অংশে পরিষ্কার ও নরম কাপড় দিয়ে ঢেকে দিন।

* ব্যথা কমাতে প্রয়োজনে প্যারাসিটামল নিতে পারেন।

* বড় বা গভীর পোড়া হলে চিকিৎসকের পরামর্শ নিন।
 
অগ্নিদগ্ধ হলে বরফ বা অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ- কারণ এতে রক্তপ্রবাহ কমে গিয়ে আরও ক্ষতি হয়। তাই চিকিৎসা বিজ্ঞানের পরামর্শ অনুযায়ী মাঝারি ঠান্ডা পানি ব্যবহারই নিরাপদ।

RK/SN
আরও পড়ুন