গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে ও নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪২ জন । এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে ও আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৭৯১ জনে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন রাজশাহী বিভাগে, একজন ময়মনসিংহ বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ সময়ে হাসপাতাল থেকে ৮৯১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ৬৫.৩ শতাংশ পুরুষ। ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২১ থেকে ২৫ বছর বয়সী।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো, দ্রুত মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জ্বর হলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা গ্রহণই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের জমে থাকা পানি দ্রুত অপসারণ ও ঘরবাড়ি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছে।
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫০