ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি আজ, শূন্য পদ ৩০০০

আপডেট : ২৯ মে ২০২৫, ০১:১৪ পিএম

৪৮তম বিশেষ বিসিএসে সরকারি কর্ম কমিশন (পিএসসি) তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এই চিকিৎসকদের মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন, আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন। 

বৃহস্পতিবার (২৯ মে)  এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

পিএসসি জানায়, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

এ জন্য বিদ্যমান বিধিমালা সংশোধন করে গত মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ২ ঘণ্টা। ২০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। বাকি ১০০ নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় থেকে। প্রতিটি এমসিকিউর জন্য এক নম্বর থাকবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

 

AA
আরও পড়ুন