ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উপন্যাস লিখে ভালোই সাড়া পাচ্ছেন ভাবনা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৬ এএম

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের বাইরেও নানা ধরনের প্রতিভা রয়েছে তার। লেখালেখিতেও পারদর্শী এ অভিনেত্রী। তার লেখা বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে এরই মধ্যে। এবারের অমর একুশে গ্রন্থমেলায় এসেছে তার লেখা উপন্যাস ‘কাজের মেয়ে’। সময় পেলেই তাই পাঠকদের জন্য তিনি ছুটে আসছেন বইমেলায়। 

খবর সংযোগকে ভাবনা বলেন, বই লিখি নিজের তৃপ্তির জন্য। পাশাপাশি পাঠকদের ভালোবাসাটাও লেখালেখিতে উৎসাহ জোগায়। ‘কাজের মেয়ে’ উপন্যাস এবারের বইমেলায় ভালোই সাড়া পাচ্ছে বলে জানালেন ভাবনা।

তিনি বলেন, খুব ভালো সাড়া পাচ্ছি। সব সময় সাড়া পাই বলেই ছয় নম্বর বই পর্যন্ত আসতে পেরেছি। এটা সম্ভব হয়েছে পাঠকের ভালোবাসার জন্যই। তাদের ভালোবাসায় সত্যিই আমি আপ্লুত।

ভাবনার লেখা ‘কাজের মেয়ে’ উপন্যাসটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্সের ৭ নম্বর প্যাভিলিয়নে।

AS/SA/MR
আরও পড়ুন