অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুদক। আগামী ১০ জুন অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই অভিযোগপত্র উপস্থাপন করা হলে আদালত এ আদেশ দেন। বিষয়টি দুদকের উপপরিদর্শক আক্কাস আলী সাংবাদিকদের জানিয়েছেন। বর্তমানে তৌফিক ইমরোজ খালিদী এ মামলায় জামিনে আছেন।
মামলার বিবরণে জানা গেছে, অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম এলআর গ্লোবাল বাংলাদেশ ২০১৯ সালে ৫০ কোটি টাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেয়ারের একাংশ কিনেছিল। ওই ঘটনা অনুসন্ধানের পর টাকাগুলো ‘অবৈধ প্রক্রিয়ায়’ অর্জন করা হয়েছে অভিযোগ করে ২০২০ সালের ২৯ জুলাই মামলা করে দুদক।
মামলায় বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উৎস নেই। এই টাকা তিনি প্রতারণার মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় অর্জন করেছেন মর্মে তথ্য-উপাত্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তৌফিক ইমরোজ খালিদী ওই অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এবং জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত।
সম্প্রতি এই মামলায় দুদক অভিযোগপত্র অনুমোদন দেওয়ার পর তৌফিক ইমরোজ খালিদী বলেছিলেন, ‘তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ হাস্যকর, যুক্তিহীন ও ভিত্তিহীন।’ দুর্নীতি দমন কমিশনের আনা এসব অভিযোগের কারণে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করবে তিনি উল্লেখ করেন।
অর্থের উৎস নিয়ে অভিযোগ প্রসঙ্গে তৌফিক ইমরোজ খালিদী বলে আসছেন, স্বীকৃতভাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেয়ার হস্তান্তরের মাধ্যমে ওই টাকা অর্জন করা হয়েছে। তাই বিক্রি করা শেয়ারের অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা শেয়ার ক্রয়কারীকে করা উচিত।
