যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের কারণে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়।
বিবরণীতে আরও বলা হয়, বিজয় দিবস উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার বা ফেস্টুন টানানো যাবে না। একই সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় ফুলের বাগানসহ পরিবেশের কোনো ক্ষতি না করতে সর্বস্তরের জনগণকে অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ১৬ ডিসেম্বর ভোরে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সীমিত থাকবে।
নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের