সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তার হার্টবিট ও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে হাদির স্বাস্থ্যের এই ইতিবাচক পরিবর্তনের কথা জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুরে পৌঁছানোর পর ওসমান হাদির শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিমানবন্দরে তার শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দ্রুত তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
ওমর ফারুক জানান, ‘চিকিৎসকরা তাকে স্যালাইনের মাধ্যমে বেশ কিছু ওষুধ পুশ করেন এবং তাকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদি চিকিৎসায় সাড়া দেওয়া শুরু করেন। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং তার হৃদপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করে।’
তিনি আরও জানান, ‘ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলে তার জন্য অতি প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত) সম্পন্ন করা হয়। তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।’
এর আগে ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পৌঁছেছে