তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার শোক বাণী প্রেরণ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই শোক বাণী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই শোক বাণী পৌঁছে দেয়া হয়।

তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শোক বাণী পৌঁছে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও সহকারী প্রেস সচিব নাঈম আলী।

NB
আরও পড়ুন