পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, পোস্টাল ব্যালটের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। তাই পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন সানাউল্লাহ।
এই নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। পোস্টাল ব্যালটের অনিয়মের সঙ্গে জড়িতদের প্রমাণ পেলে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে।
দেশে একই ব্যালটে সাধারণ ও পোস্টাল ভোট গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। এ বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে মো. সানাউল্লাহ বলেন, ‘এ বিষয়ে আমরা চিন্তা করছি। আগামীকাল কমিশনের বৈঠক সিদ্ধান্ত হবে।’
পোস্টাল ব্যালট বিতর্কের সমাধান ইসিকেই করতে হবে: আমির খসরু
