বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র : বাংলাফ্যাক্ট 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ এএম

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জানিয়েছে, বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মূলত বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নন-ইমিগ্র্যান্ট ভিসা (শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ইত্যাদি) দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেয়নি। 

বাংলাফ্যাক্ট আরও জানায়, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য কেবল অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই ঘটনায় দেশীয় কিছু গণমাধ্যম প্রতিষ্ঠান সংবাদ প্রতিবেদন লিখেছে, বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। 

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, মূলত, যুক্তরাষ্ট্র ইমিগ্র্যান্ট ভিসা দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নন ইমিগ্র্যান্ট ভিসা (শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ইত্যাদি) দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেয়নি।

HN
আরও পড়ুন