আজ থেকে ঢাকা-করাচি বিমান চলাচল শুরু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ এএম

এক যুগেরও বেশি সময় পর ফের বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে। বিমান বলছে, স্থানীয় সময় রাত ১১টায় ফ্লাইটটি করাচির বিমানবন্দরে অবতরণ করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, প্রথম ফ্লাইটটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে। এরই মধ্যে ১৬২ আসনের সব টিকিট বিক্রি হয়েছে। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা থেকে উড্ডয়ন করে করাচির স্থানীয় সময় রাত ১১টায় ফ্লাইটটি অবতরণ করবে।

কর্মকর্তারা জানিয়েছেন, এক সময়ে ঢাকা থেকে করাচিতে বিমানের সরাসরি ফ্লাইট চললেও ২০১২ সালে তা বন্ধ হয়ে যায়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ফের ঢাকা-করাচি-ঢাকা রুটে ফ্লাইট চালুর বিষয়টি আলোচনায় আসে। দুই দেশের নানা আলোচনার পর বিমান ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি থেকে ওই রুটে টিকিট বিক্রিও শুরু করেন তারা।

বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা-করাচি-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার ফ্লাইটগুলো চলাচল করবে। দেশের স্থানীয় সময় রাত ৮টায় ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে করাচির স্থানীয় সময় রাত ১১টায় অবতরণ করবে। করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে আসা ফ্লাইট ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে।

ফের এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে মনে করছে বিমান। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।

HN
আরও পড়ুন