রাজবাড়ী প্রতিনিধি: পদ্মা সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালিয়েছে রেলওয়ে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে পদ্মা সেতু অফিশিয়াল ট্রায়াল রানের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নতুন এ রেলপথ দিয়ে প্রথম ঢাকা রেলওয়ে স্টেশন থেকে মাওয়া হয়ে ভাঙ্গা স্টেশনে যাবে প্যাসেঞ্জার ট্রায়াল ট্রেন। এরপরই আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন। যদিও পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ঈশ্বরদী থেকে মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে পদ্মা সেতুর ট্রায়াল রান ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়। ট্রেনটি ৮টি কোচ ও একটি ইঞ্জিন নিয়ে বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে পদ্মা সেতু হয়ে ঢাকা কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
