ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভাষার মাস ফেব্রুয়ারি শুরু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৩ এএম

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। বাজবে একুশের গান। আবৃত্তি হবে অমর কবিতা। ছড়িয়ে পড়বে ভাষার অধিকারের সমতার বার্তা। বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে সৃষ্টি করেছিল অভূতপূর্ব অভিঘাতের। সেই আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনতার উন্মেষ-চেতনার ভিত রচিত হয়েছিল ৭২ বছর আগে। ভাষা শহীদরা প্রতিটি বাঙালির হৃদয়ের গহিনে চিরজাগরূক। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় তাঁরা।

এ মাস শোকাবহ হলেও রয়েছে গৌরবোজ্জ্বল দিক। কারণ, এ মাসে পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালিরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে থেকে মাসব্যাপী বইমেলা। বাংলা একাডেমিতে বিকেল ৩টায় এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি চত্বরে জাতীয় কবিতা উৎসব। স্বৈরাচারের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে ১৯৮৭ সালে শুরু হয় এই উৎসবের। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে।

FI/MB
আরও পড়ুন