ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাতীয় পাট দিবস আজ

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৭:৫৬ এএম

জাতীয় পাট দিবস আজ বুধবার। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’। এ উপলক্ষে আগামী ১৪ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাটখাতে বিশেষ অবদানের জন্য এ বছরও ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দিচ্ছে সরকার।

পাটের সঙ্গে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পটভূমি বিবেচনায় ২০১৬ সালে প্রতি বছর ৬ মার্চ জাতীয়ভাবে পাট দিবস পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরের বছর থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।

পাটশিল্পে বেসরকারিখাতের উদ্যোগকে আরও উৎসাহিত করা হবে বলে জানালেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বহুমুখী পাটপণ্য উৎপাদনে আরও বৈচিত্র্যতা আনতে হবে। ক্রেতা আকৃষ্ট হয় এমন ডিজাইন উদ্ভাবন করতে হবে।

পাটমন্ত্রী বলেন, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট ও পাটজাত পণ্যের ওপর অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর সরকার গঠনের পরে সরকার প্রধান হিসেবে যতগুলো বক্তব্য দিয়েছেন প্রত্যেকটিতে পাট ও চামড়াশিল্পের ওপর গুরুত্ব দিয়েছেন। পাট সম্পর্কে প্রধানমন্ত্রীর বার্তাটি গুরুত্ব সহকারে অনুধাবন করে এ বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।

১৯১৭ সালে ‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’- স্লোগানে প্রথমবারের মতো সারাদেশে জাতীয় পাট দিবস পালন করে সরকার। 

পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। এটি বর্ষাকালীন ফসল। এর জীবনকাল ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত। বাংলাদেশে পাটকে ‘সোনালি আঁশ’ বলা হয়ে থাকে। পাটের জিনোমের আবিষ্কারক ড. মাকসুদুল আলম। বাংলাদেশে বর্তমানে পৃথিবীর মাত্র ২৪ শতাংশ পাট জন্মে। এত উৎকৃষ্ট পাট পৃথিবীর অন্য কোথাও উৎপন্ন হয় না। পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়।

২০২২-২৩ অর্থবছরের পাট ও পাটজাত পণ্যে রপ্তানি আয়ে ১৯ শতাংশের বেশি ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। এ সময় রপ্তানি আয় হয়েছে ৯১.২২ কোটি ডলার। এর আগের অর্থবছরে (২০২১-২২) আয় ছিল ১১২ কোটি ৭৬ লাখ ডলার।

MB/AS/SA
আরও পড়ুন