সোমালিয়ায় জলদস্যুদের হতে আটক হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ এবং এর নাবিকদের মুক্তি দিতে কেউই এখনো মুক্তিপণ চায়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দস্যুদের সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি। তারাও যোগাযোগ করেনি। তাদের কী দাবি-দাওয়া, সে বিষয়ে আমরা এখনো কিছু জানি না। তারা কোনো মুক্তিপণও দাবি করেনি।
জাহাজের অবস্থান সম্পর্কে সচিব খুরশেদ আলম বলেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে তাতে এটা পরিষ্কার যে, এই জাহাজটি উচ্চ ঝুঁকিপূর্ণ সীমানা দিয়ে যায়নি। জলদস্যুরা আগে থেকেই অপেক্ষায় ছিল। জাহাজটি দখলে নেওয়ার পর তারা সেটি নিয়ে সোমালিয়ার উদ্দেশে রওনা হয়। আজ ভোর নাগাদ সোমালিয়ার কাছাকাছি নোঙর করেছে জাহাজটি।
উল্লেখ্য, গত ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে ৫৫ হাজার টন কয়লাবাহী বাংলাদেশের পতাকাবাহী জাহাজ 'এমভি আবদুল্লাহ'। চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। জাহাজটি সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাচ্ছে তারা। বাঁচার আকুতি জানিয়ে এরই মধ্যে অডিও বার্তা দিয়েছেন জিম্মি নাবিকরা।
