ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাসপাতাল থেকে ফিরে সুস্থ আছেন শামীম ওসমান

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৫:২৮ এএম

বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। আবার একইদিন বিকেলে হাসপাতাল থেকে বাড়ি চলে যান।

শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান গণমাধ্যমে বলেন, হাসপাতাল থেকে বাবা ছাড়া পেয়েছেন। ভর্তির পর এনজিওগ্রাম হয়েছে, স্বাভাবিক আছে। ভয়ের কোনো কারণ নেই। বাবা সুস্থ আছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত দু-তিনদিন যাবত বুকের ব্যথায় ভুগছিলেন শামীম ওসমান। ব্যথা তীব্র হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

AH
আরও পড়ুন