টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব 

আইনি লড়াই করতে ভারতে ল’ ফার্ম নিয়োগের সুপারিশ

আপডেট : ০৬ মে ২০২৪, ০৮:৩২ পিএম

টাঙ্গাইল শাড়ির জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক স্বত্ব রক্ষার জন্য আইনি লড়াই করতে ভারতে ল’ ফার্ম নিয়োগ করার সুপারিশ করা হয়েছে। সোমবার (৬ মে) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ সুপারিশ করেন। এ তথ্য জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে এফিডেফিড আকারে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। এ তথ্য জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

আদালতে উপস্থাপন করা শিল্প মন্ত্রণালয়ের সমন্বিত টাস্কফোর্স কমিটির আহবায়ক, অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দিকী স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশন, নয়াদিল্লী কর্তৃক ভারতের সংশ্লিষ্ট উচ্চ আদালত/ রেজিস্টার বরাবর বাতিল আবেদন দাখিল করার জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই একটি ল’ ফার্ম নিয়োগ বিষয়ে করণীয় নির্ধারনের জন্য জরুরি সভা আয়োজন করা হয়। সর্বশেষ সভায় মাসুদ অ্যান্ড এসোসিয়েটকে মামলা পরিচালনার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এছাড়া জিআই পণ্যের তালিকায় দেখা গেছে, ৬৪ জেলার মধ্যে ১৫০টি পণ্য সম্ভাব্য এবং ৩৪টি পণ্য নিবন্ধিত হয়েছে।

সম্প্রতি কয়েকশ বছরের পুরোনো টাঙ্গাইল শাড়িকে নিজেদের দাবি করে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় প্রতিবেশী দেশ ভারত। এরপর গত ৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় দেশটির শিল্প মন্ত্রণালয়। ভারত টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়। তখনই দেশি জিআই পণ্যের তালিকা করার বিষয়টি সামনে আসে।
এর আগে তার এ বিষয়ে করা রিটের প্রাথমিক শুনানি শেষে ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে আদেশ দেন।

আদেশে দেশীয় ও আন্তর্জাতিকভাবে রেজিষ্ট্রেশন যোগ্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জি আই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকা করতে নিদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে জি আই পণ্যে হিসেবে রেজিষ্ট্রেশন করা পণ্যের তালিকা দাখিল করতে নির্দেশ দেন উচ্চ আদালত। 

রুলে জিআই পণ্যের তালিকা তৈরি ও রেজিস্ট্রেশনে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছেন আদালত। বাণিজ্য সচিব, কৃষি সচিব, সংস্কৃতি সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

এ বিষয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা জানান, বাংলাদেশের জিআই পণ্য টাঙ্গাইল শাড়িকে ভারত তাদের পণ্য হিসেবে রেজিষ্ট্রি করে প্রকাশ করেছে। এর প্রেক্ষিতে একটি রিট করেছি। ওই রিটে রুল জারি করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের পর সরকারের কাছ থেকে ইতিবাচক তথ্য পেয়েছি। সুপ্রিম কোর্টের কাছে একটি তালিকা পেশ করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে শতাধিক জিআই পণ্যের তালিকা করা হয়েছে। এই তালিকা ক্রমবর্ধমান হারে চলবে। আর জিআই যোগ্য পণ্যের তালিকাও দাখিল করা হয়েছে।

 

RY/WA
আরও পড়ুন