বাংলাদেশের তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী ভারত ঢাকায় সফররত ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা একাধিক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন। সফরের দ্বিতীয়দিন বৃহস্পতিবার (৯ মে) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গেও। দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। সাক্ষাৎ ও আলোচনায় তিস্তা প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ভারতের বিদেশ সচিব।
এছাড়া বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। তিস্তায় আমরা একটা বৃহৎ প্রকল্প নিয়েছি। ভারত সেখানে অর্থায়ন করতে চায়।
