আর ৮ দিন পর থেকে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় রেলযাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া। ঢাকা-কলকাতা ও ঢাকা-শিলিগুড়ির মধ্যে চলাচলকারী তিনটি ট্রেনের ভাড়া সর্বনিম্ন ৭০ টাকা থেকে সর্বোচ্চ ৩০৫ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। এ নিয়ে করোনা পরবর্তী দুই বছরে আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া বাড়তে যাচ্ছে পঞ্চমবারের মতো।
বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডলারের মূল্যবৃদ্ধির কারণে আন্তঃদেশীয় তিনটি ট্রেনের টিকিটের মূল্য সমন্বয় করা হয়েছে। আগামী ১৫ জুন থেকে নতুন ভাড়া কার্যকর হবে।
ট্রেন তিনটি হলো- মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেস। ঢাকা থেকে কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস, খুলনা থেকে কলকাতায় বন্ধন এক্সপ্রেস ও ঢাকা থেকে শিলিগুড়ির মধ্যে চলাচল করে মিতালি এক্সপ্রেস। এর আগে গত বছরের অক্টোবরে ট্রেনগুলোর ভাড়া বাড়ানো হয়েছিল।
