ভারতেই শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘একটা দেশের বিরুদ্ধে এতো জঘন্য ও মিথ্যা প্রচার শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কেউ পারে বলে মনে হয় না।’

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম

বাংলাদেশে নয়, বরং ভারতেই শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পূর্বাচল ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধান সভায় প্রস্তাব করেন, বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর জন্য নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার যেন বিশ্বনেতাদের কাছে দাবি জানায়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওনার দেশেই (ভারত) শান্তিরক্ষী মোতায়েনে প্রয়োজন। সম্ভবত ওনার নিজের দেশের কথা বলতে গিয়ে ভুলে বাংলাদেশের কথা বলে ফেলেছেন। ভারতে কীভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, সেটা সবাই দেখেছেন। সেজন্য উনি ওনার দেশের জন্য শান্তিরক্ষী চাইছেন।’

ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটা দেশের বিরুদ্ধে এতো জঘন্য ও মিথ্যা প্রচার শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কেউ পারে বলে মনে হয় না।’

সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘সত্যটা প্রকাশ করে এর প্রতিউত্তর আপনারা দেবেন। আমরা সবাই মিলে এ মিথ্যাচারের প্রতিবাদ করবো। তাহলেই তাদের মুখে চুনকালি পড়বে।’

উপদেষ্টা বলেন, ‘সীমান্তে বড় ধরনের কোনও উত্তেজনা নেই, অন্যান্য সময়ের মতো একই অবস্থায় বিরাজ করছে।’