দরিদ্র ও শীতার্ত দুই হাজার দুইশ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর বাউনিয়া এলাকায় শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সারাহনাজ কমলিকা জামান জানান, লেডিস ক্লাবের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য ক্লাবের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ক্লাবের সভানেত্রী ও সহ সভানেত্রী, প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, সেনা পরিবার কল্যাণ সমিতির (সেপকস) ঢাকা অঞ্চলের সভানেত্রী, সামরিক কর্মকর্তাগণ, অন্যান্য পদবির সেনাসদস্যরা, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ।
