ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে হাতাহাতি, আহত ৭

আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের হাতাহাতিতে ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) ও আলমিন (২৪)।

আহত আল আমিন নামে আহত এক শিক্ষার্থী জানান, ‘যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের একজন সহযোদ্ধার ওপর হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, ‘পরে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয় নিয়ে কথা বলতে এলে নাঈম আসাদ বিন রনি, রিফাত রশিদ ও হৃদয়ের নেতৃত্বে তারা আমাদের ওপরে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। এতে অন্তত ১০ জন আহত হন বলে দাবী করেন তিনি।’

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত আহত সাতজন চিকিৎসা নিতে এসেছেন।

NC
আরও পড়ুন