বিশ্ব ইজতেমার ময়দানে চলছে হেদায়াতি বয়ান

দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। তাবলীগ জামাতের শুরায়ে নেজাম অনুসারী অংশের এই পর্বের মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব।

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩ এএম

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের শেষ দিনের বয়ান চলছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসল্লিদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে ইজতেমার ময়দান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ফজরের পর থেকে শুরু হয়েছে বিভিন্ন বয়ান ও নসিহত। সকাল ৯টা ৩০ মিনিট থেকে হেদায়েতি বয়ান করছেন ভারতের মাওলানা আব্দুর রহমান সাহেব। তার বক্তব্য বাংলায় তর্জমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন সাহেব। ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ দিক ও মুসলমানদের ইহকালীন ও পরকালীন সফলতার বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন বয়ানকারী।

এরপর গুরুত্বপূর্ণ নসিহতমূলক বক্তব্য প্রদান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা সাহেব। তার বক্তব্যের বাংলা অনুবাদ করবেন মাওলানা জুবায়ের সাহেব।

দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। তাবলীগ জামাতের শুরায়ে নেজাম অনুসারী অংশের এই পর্বের মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। এ সময় দেশবিদেশের লাখো মুসল্লি আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করবেন।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মোনাজাতে দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করা হবে।

এবারের বিশ্ব ইজতেমায় দেশবিদেশের লাখো মুসল্লি অংশ নিয়েছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তুরাগ তীরের এই বৃহৎ সমাবেশ।

AHA
আরও পড়ুন