ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২৪ ঘণ্টায় যমুনা সেতু পাড়ি দিল ৯,১৬৩ মোটরসাইকেল

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে যানবাহনের তেমন চাপ নেই। অনেক অং‌শে ফাঁকা র‌য়ে‌ছে মহাসড়‌ক। ফ‌লে এবার ঈদযাত্রায় স্ব‌স্তি মি‌লে‌ছে উত্তরের মানু‌ষের।

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৩:৪৮ পিএম

ঈদুল ফিতর উপলক্ষ্যে যানবাহনের চাপ বাড়লেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতে চলাচল করছে যানবাহন। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৬৩টি মোটরসাইকেল পাড়ি দিয়েছে। সেইসাথে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন সেতু দিয়ে গেছে। 

যমুনা সেতু সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার  রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ‌ছোট যানবাহন ১৭ হাজার ২৭১‌টি, গণপ‌রিবহণ ১২ হাজার ৬৭৫‌টি এবং ট্রাক পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ২২৬‌টি। আর বাকিগুলো মোটরসাইকেল। এসব যানবাহনের বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে যানবাহনের তেমন চাপ নেই। অনেক অং‌শে ফাঁকা র‌য়ে‌ছে মহাসড়‌ক। ফ‌লে এবার ঈদযাত্রায় স্ব‌স্তি মি‌লে‌ছে উত্তরের মানু‌ষের।

মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস্যরা জানান, মহাসড়‌কে প‌রিবহণ স্বাভা‌বিক গতিতে চলাচল কর‌ছে কোথাও যানজট বা চাপ নে‌ই।

এর আগে বাংলাদশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া দুইপাশেই মোটরসাইকলের জন্য আলাদা ২টি করে বুথ রয়েছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে। 

NC/br
আরও পড়ুন