হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল 

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৪:০৬ পিএম

পবিত্র হজ পালনের লক্ষ্যে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, অল্প কিছু দিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে। আমাদের হজযাত্রীরা আগামী ২৯ এপ্রিল থেকে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, হজ ব্যবস্থাপনায় গাফেলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল ও ফৌজদারি মামলা করা হবে। হজ যাত্রীর সার্বক্ষণিক অবস্থান শনাক্তসহ সব তথ্য নিয়ে অ্যাপস চালু করা হচ্ছে।

AHA
আরও পড়ুন