ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা

আপডেট : ৩১ মে ২০২৫, ১০:৩৭ এএম

তিন মাসের জন্য সুন্দরবনের নদী-নালা ও খালে মাছ ধরা এবং পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। বন ও জলজ প্রাণীর প্রজনন বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।

এই নিষেধাজ্ঞা রোববার (১ জুন) থেকে ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

এর আগে গত ২৪ মে থেকেই মৎস্যজীবী, মৌয়াল, বাওয়ালি এবং পর্যটকদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ রাখা হয়েছে বলে জানান শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা তানভীর হাসান ইমরান।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, জলজ ও বন্যপ্রাণীর প্রজনন ক্ষমতা বাড়াতে প্রতি বছর এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময়ে কাউকেই সুন্দরবনে প্রবেশ করতে দেয়া হবে না।

তিনি আরো জানান, সুন্দরবননির্ভর জেলে পরিবারগুলোকে খাদ্য সহায়তা ও প্রণোদনা দিতে বন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে, যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

পশ্চিম সুন্দরবন বিভাগের ডিএফও এজেডএম হাসানুর রহমান বলেন, নিষিদ্ধ এই সময়ে সরকার মাছ চাষি, মৌয়াল, বাওয়ালি ও মধু সংগ্রাহকদের সহায়তা দেবে।

JA/SN
আরও পড়ুন