সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদুল আজহার উপহার হিসেবে একটি গরু দিতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন এক কৃষক। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা থেকে খালেদা জিয়ার জন্য এই ঈদ উপহার নিয়ে এসেছেন।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টা ৫৫ মিনিটে মোঃ সোহাগ মৃধা (পিতা: বেলায়েত হোসেন) নামের ওই কৃষক নিজ হাতে একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু উপহারস্বরূপ নিয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আসেন।
সোহাগ মৃধার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে।
