কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান সতর্ক করে বলেছেন,কৃষি খাতে পদোন্নতি, বদলিসহ সব ধরনের কাজ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে হবে। কোনো ব্যক্তি কানাকড়ি দুর্নীতি করলে তার জীবন ডাউন করে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর খামারবাড়ীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’ এই সভার আয়োজন করে।
কৃষিসচিব বলেন, ‘কেউ টাকাপয়সা দিয়ে পোস্টিং নিলে বা হলে তাকে ডাউন করা হবে। পোস্টিং হবে যোগ্যতার ভিত্তিতে। যারা তথ্য দিয়ে সহযোগিতা করবে, তাদের ভালো জায়গায় পোস্টিং দেওয়া হবে।’
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পটির পরিচালক আব্দুল হালিম। তিনি বলেন, ‘পাহাড়ি অঞ্চলে ৭৫০ লাখ হেক্টর ও উপকূলে ১৮ লাখ হেক্টর জমি পড়ে আছে। এসব জমিকে ফল চাষের আওতায় নিয়ে আসা আমাদের প্রধান লক্ষ্য।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) হাবিবউল্লাহ, মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা, হর্টিকালচার উইংয়ের পরিচালক এস এম সোহরাব উদ্দীন এবং অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এনামুল হক।
