রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৩৬ জুলাই উদযাপন ও জুলাই ঘোষণাপত্র পাঠকে কেন্দ্র করে সরকারের ভাড়া করা ট্রেনগুলোর মধ্যে ছয়টি ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে।
মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ট্রেনগুলো রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এ তথ্য নিশ্চিত করেছেন কমলাপুর স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, ‘মোট আটটি বিশেষ ট্রেনের ছয়টি স্টেশনে পৌঁছেছে। যাত্রীরাও স্টেশন ত্যাগ করেছেন। এখনো দুটি ট্রেন আসতে বাকি। কিছুক্ষণের মধ্যে ট্রেন দুটি পৌঁছাবে।’
আনোয়ার হোসেন জানান, ‘নারায়ণগঞ্জ, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম থেকে আসা ট্রেনগুলো পৌঁছেছে। নরসিংদী এবং জয়দেবপুর থেকে আসা ট্রেন এখনো পৌঁছায়নি।’
জুলাই ঘোষণাপত্র পাঠ করাকে কেন্দ্র করে অনুষ্ঠানে ছাত্র-জনতার অংশগ্রহণের জন্য আটটি বিশেষ ট্রেন ভাড়া করেছিল সরকার। এসব ট্রেনে ফ্রিতে যাতায়াত করতে পারছেন সাধারণ মানুষ।
