ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম

ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তার নিয়োগ চূড়ান্ত হতে এখনও অপেক্ষা করতে হবে মার্কিন সিনেটের অনুমোদনের।

ব্রেন্ট ক্রিস্টেনসেন একজন অভিজ্ঞ কূটনীতিক এবং সিনিয়র ফরেন সার্ভিস কর্মকর্তা। তিনি এর আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ তিনি ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডে কমান্ডারের বৈদেশিক নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের জন্য সিনিয়র অফিসার পদে মনোনীত করেছিলেন।

দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতা ও ঢাকা সম্পর্কে পূর্বপরিচয় থাকায় ব্রেন্ট ক্রিস্টেনসেনের নিয়োগকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার সম্ভাবনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন শুধু অপেক্ষা মার্কিন সিনেটের চূড়ান্ত অনুমোদনের।

DR
আরও পড়ুন