সৈয়দ মনজুরুল ইসলামকে সর্বস্তরের শ্রদ্ধা

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১১:২৬ এএম

বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের ইমেরিটাস প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। তার মরদেহের প্রতি শেষশ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

ব্যক্তিগতভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে।

শুক্রবার (৩ অক্টোবর) অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তার ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। পরে সেখানে তার হৃদযন্ত্রে স্টেন্টিং করা (রিং পরানো) হয়।

গত শনিবার (৪ অক্টোবর) থেকে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়। অক্সিজেন লেভেল কমতে থাকে, ফুসফুসে পানি জমার কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় লাইফ সাপোর্ট দেয়া হয়। প্রায় ৪৮ ঘণ্টা লাইফসাপোর্টে থাকার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল।

তবে পরে আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় লাইফ সাপোর্ট দেয়া হয়। শুক্রবার (১০ অক্টোবর) ৫টায় চিকিৎসকেরা লাইফ সাপোর্ট সরিয়ে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

 

AHA
আরও পড়ুন