গৃহস্থলির দরজায় গিয়ে সরকারের গৃহ বিষয়ক দপ্তরের কর্মচারী পরিচয়ে একটি প্রতারক চক্র চুরি করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে এক সতর্কবার্তায় জনসাধারণকে সতর্ক করেছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ।
সতর্কবার্তায় জানা গেছে, কিছু লোক প্রতারণার উদ্দেশ্যে গৃহস্থলির দরজায় গিয়ে দাবি করছে, ‘আসন্ন জনগণনার জন্য সবার একটি বৈধ এনআইডি (জাতীয় পরিচয়পত্র) আছে কিনা তা যাচাই করতে হবে।’ এসময় তাদের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দস্তাবেজ এবং লেটারহেড থাকে। তারা দেখতে খুবই পেশাদার। তাদের মূলকাজ বাড়ি থেকে চুরি করা।
সতর্কবার্তায় সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, কেউ আপনার বাড়িতে এসে বলতে পারে, ‘আমি আপনাদের ছবি/ফিঙ্গারপ্রিন্ট নিতে চাই’। তাদের কাছে ল্যাপটপ, বায়োমেট্রিক মেশিন এবং সমস্ত নামের একটি তালিকা রয়েছে। তারা মেনু দেখায় এবং সমস্ত তথ্য চায়। কিন্তু সরকারের পক্ষ থেকে এরকম কোনো উদ্যোগ বা কার্যক্রম চলমান নেই।
এছাড়া তাদের কোনো তথ্য না দিয়ে জনসাধারণকে পুলিশের সহযোগিতা নিতে বলা হয়েছে সতর্কবার্তায়।
