হাদির সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন যারা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাকে বহন করতে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, দুপুরের মধ্যেই হাদিকে সিঙ্গাপুরে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সড়কপথে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে বিমানবন্দরে নেওয়া হবে এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে। হাদির সঙ্গে তার দুই বড় ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক সিঙ্গাপুরে যাচ্ছেন।

এর আগে রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তার চিকিৎসার সমস্ত ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা হাদির চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন এবং তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

DR