খালেদা জিয়ার জানাজা শুরু

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা শুরু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটা চার মিনিটে শুরু হয় এই ঐতিহাসিক জানাজা।

জানাজায় ইমামতি করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। এতে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, প্রধান বিচারপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জানাজায় শরিক হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে ফার্মগেট, আসাদগেট এবং সংসদ ভবন এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সাতসকালেই ঢাকায় এসে পৌঁছান। জানাজা শুরুর আগে থেকেই ওই এলাকায় তিল ধারণের ঠাঁই ছিল না।

নিরাপত্তা নিশ্চিত করতে জানাজাস্থল ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

DR
আরও পড়ুন