জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা সম্পন্ন হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী কফিন এখন জিয়া উদ্যানের পথে। সেখানে স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, জিয়া উদ্যানের মূল নকশা অক্ষুণ্ণ রেখে শহীদ জিয়ার কবরের ঠিক পূর্ব পাশে বেগম জিয়ার জন্য নতুন কবর খনন করা হয়েছে। তিনি জানান, যে স্থাপত্য সংস্থা শহীদ জিয়ার মাজারের কাজ করেছিল, তাদের তত্ত্বাবধানেই এই নতুন কবরের কাজ সম্পন্ন হচ্ছে।
স্থাপত্য সংস্থা ‘বসত আর্কিটেক্ট’-এর প্রধান প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, ‘২০০২ সালে আমরা যখন এই মাজার প্রাঙ্গণের সংস্কার করি, তখন ভবিষ্যতে বেগম জিয়ার কবরের জন্য আলাদা কোনো জায়গা রাখার নির্দেশনা ছিল না। তবে বর্তমানে পরিবারের অনুরোধে এবং সরকারের নির্দেশনায় মূল স্থাপনার অবয়ব ঠিক রেখে এই ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও জানান, শহীদ জিয়ার কবরের মতোই বেগম জিয়ার কবরেও সাধারণ মার্বেল পাথর ব্যবহার করা হবে এবং উপরিভাগে নকশা অনুযায়ী সবুজ ঘাস থাকবে। যাতে দুটি কবরের স্থাপত্যশৈলীতে সামঞ্জস্য থাকে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা সমাধিস্থল পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। জানাজায় দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এখন শেষ বিদায়ের অপেক্ষায় প্রিয় নেত্রীর মরদেহ নিয়ে শোকাতুর মানুষের মিছিল এগোচ্ছে জিয়া উদ্যানের দিকে।
