ইসলামিক আন্দোলন বাংলাদেশের পর এবার সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের শরীক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
শুক্রবার (১৬ জানুয়ারি) চরমোনাই জোটের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে করা এই সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যারা আমাদের সঙ্গে একমত হতে পারবে তাদের নিয়েই আমরা আগাবো।
তিনি বলেন, ১০ দল নির্বাচনে অংশগ্রহণের জন্য ঐক্যবদ্ধ হয়েছি। এরইমধ্যে ইসলামিক আন্দোলন আলাদা নির্বাচনের ঘোষণা দিয়েছেন। যারা একমত হতে পারবে তাদের নিয়েই আমরা নির্বাচনী প্রচারণা চালাব।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জন্য এখনও জোটের দরজা খোলা আছে। আশা করছি, তারা জোটে ফিরবেন এবং আমরা একসঙ্গে নির্বাচনী বৈতরণী পাড়ি দেব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এনসিপি আসন সমঝোতার শুরু থেকেই ৩০টি আসনের বিষয়ে বলে আসছে। এখনও তা-ই রয়েছে।
দশ দলীয় জোট নির্বাচনে জনগণের ম্যানডেট নিয়ে নির্বাচিত হওয়ার আসা প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানাই। জনগণের ভোটাধিকার প্রয়োগে সব ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশন করবে; এই প্রত্যাশা জানাই।
এর আগে, এদিন বিকেলে ইসলামী আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে বিরূপ মন্তব্য করায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত ইসলামী।
বিবৃতিতে বলা হয়, আজ জুমার নামাজের পর বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়।
‘এব্যাপারে আমাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং চলাকালেই তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। গাজী আতাউর রহমান ‘আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন দিকে চলে গেছে’ বলে যে মন্তব্য করেছেন, তাও সঠিক নয়।’
বিবৃতিতে আরও বলা হয়, আমরা মনে করি, জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই তিনি এমন মন্তব্য করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ ও তাঁর রাসূল সা. এর আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন।
গাজী আতাউর রহমানের আরেক অভিযোগের প্রেক্ষিতে জামায়াত জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। কারও সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ আমরা করি না।
বিবৃতিতে জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য গাজী আতাউর রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি।
শাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ২৮ দফা ইশতেহার
