এনসিপি সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন বলেছেন, ‘এখন সিদ্ধান্ত নেয়ার সময়, আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো। আজাদি নাকি গোলামীর বাংলাদেশে।’
সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের কারবালার মাঠে নির্বাচনী জনসভায় প্রদান অতিথির বক্তব্যে একথা বলেন।
এসময় জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক মমতাজ উদ্দিন, রংপুর মহানগর জামায়াত আমির এ টি এম আজম খান, আসন পরিচালক মোস্তাক আহমেদ, এনসিপি জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর আহ্বায়ক আবু রায়হান চঞ্চল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শান্তি কাদেরী, সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।
এসময় আখতার বলেন, ‘সামনের নির্বাচনকে ঘিরে বাংলাদেশে দুটি পক্ষ হয়েছে। একটা পক্ষ সংস্কার ও বিচার চায়। আরেকটা পক্ষ সংস্কার ও বিচার চায় না। একটা পক্ষ আধিপত্যবাদ মুক্ত দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়তে চায়। আরেকটা পক্ষ গোলামীর বাংলাদেশ গড়তে চায়। আজাদির বাংলাদেশের পক্ষে থাকতে হলে ১১ দলীয় জোটের পক্ষে থাকার কোনো বিকল্প নেই।’
তিনি আরো বলেন, ‘শাপলা কলি মার্কায় আল্লাহ যদি আমাকে সংসদে কবুল করে তাহলে শুধু পীরগাছা-কাউনিয়া নয়, গোটা রংপুর অঞ্চলের বৈষম্যে নিরসেনের জন্য সংসদে কথা বলবো। এর আগে দিনভর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আখতার।
আইনের শাসন একটি জাতির উন্নয়নের অন্যতম সোপান
