আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিগত বছরগুলোতে পবিত্র রমজান মাসে নিয়মিত ইফতার পার্টির আয়োজন করলেও এ বছর করছে না আওয়ামী লীগ। তিনি বলেন, ইফতার পার্টি না করে সেই টাকা গরিব মানুষদের দিয়ে সহযোগিতা করা হবে। সোমবার (১১ মার্চ) দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রোজার মাসে সংযম না করে বিএনপি আন্দোলন করলে আরও জনবিচ্ছিন্ন হবে। বিদেশিদের কাছে নালিশ করে অসম্মানজনক কাজ চালিয়ে যাচ্ছে তারা। কারণ বিএনপির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে।
তিনি আরও বলেন, তারেক রহমানকে বিএনপি যতই নেতা বানানোর চেষ্টা করুক না কেন, জনগণ নেতা হিসেবে মানবে না। তারেক রহমান যতদিন বিএনপির নেতা হিসেবে থাকবে ততদিন দলের অবস্থা আরও খারাপ হবে।
