বিরোধী দলের ওপর নির্যাতন করে দেশের কোটি কোটি মানুষের গনতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান।
শনিবার (১৬ মার্চ) সদ্য কারামুক্ত যুবদলের ঢাকা বিভাগের সহ-সভাপতি রেজাউল করিম পলের বাসায় গিয়ে তিনি এসব কথা বলেন। পরে তিনি যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবের নিকেতনের বাসায় যান। এসময় তিনি নিরবের খোঁজখবর নেন। তার স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানান।

মঈন খান বলেন, ‘এই সরকার মানুষের ভোটে নির্বাচিত হয়নি। বিরোধী দলকে দমন করতে নির্যাতন করে গায়ের জোরে সরকারের বসে দেশ শাসন করছে। বাংলাদেশ তো নর্থ কোরিয়া বা কম্বোডিয়ার মত নয়’।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় বসেছে। আমরা সংঘাত চাই না বলেই, সরকারের কথায় বিশ্বাস করে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করবো সে উদ্দেশ্যেই ২০১৮ সালে নির্বাচনে গিয়েছিলাম । কিন্তু তারা নির্বাচনী প্রচারণায় প্রথম দিন থেকেই হামলা চালিয়েছিল।
মঈন খান বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ভিন্ন মত প্রকাশের সুযোগ নেই। আওয়ামী লীগ নিজেদের গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষের শক্তি বলে। তাহলে তারা উল্টোটা কেন করছে। দেশে বাকশাল টু কায়েম করা হয়েছে। ১২ কোটি ভোটার কেউ ভোট দিতে যায়নি’।
