আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এতোদিন ক্ষমতায় আছি এটা একটা স্টাবিলিটি, ক্ষমতার মঞ্চ স্টাবল না হলে উন্নয়ন হয় না।
শনিবার (২২ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু আর মুক্তির স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তেতাল্লিশ বছর আওয়ামী লীগের সভাপতি। কোনো রাজনৈতিক দলের নেতার ইতিহাসে এই স্থানটি পাওয়া সম্ভব হয়নি। পৃথিবীতে যে নারীরা ক্ষমতাসীন ছিলেন বা আছেন তাদের মধ্যে শেখ হাসিনা দীর্ঘতম ২২ বছর ধরে প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, এই যে উন্নয়ন, শতভাগ বিদ্যুতায়ন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট এসব শেখ হাসিনার কৃতিত্ব। শেখ হাসিনা আমাদের সৌভাগ্যের বরকন্যা এবং তিনি বঙ্গবন্ধুর সুকন্যা, যার জন্য আজ বাংলাদেশ উন্নত।
