ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নয়াপল্টনে সমাবেশস্থলে চলছে জাসাসের সাংস্কৃতিক পরিবেশনা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ এএম

‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু হবে- ‘গণ সমাবেশ’। এতে প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীবৃন্দ সংস্কৃতিক পরিবেশন করছেন।

জাসাস আহবায়ক হেলাল খানের নেতৃত্বে এই সঙ্গীত পরিবেশ হচ্ছে। সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্যগণসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সমন্বয় করবেন, বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি যুন্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ।

সঞ্চালনা করবেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক, তানভীর আহমেদ রবিন।

MB/FI
আরও পড়ুন