গুন্ডাদের নয়, ভালো মানুষকে ভোট দিয়ে বাংলাদেশকে বদলে দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্য'র কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শনিবার (২ নভেম্বর) বিকেলে বগুড়া শহরের সাতমাথা মুক্ত মঞ্চে নাগরিক ঐক্য জেলা শাখার আয়োজনে গণসমাবেশে তিনি এ আহ্বান জানান।
মাহমুদুর রহমান মান্না বলেন, একদল গেছে আরেক দল এসে দখল শুরু করেছে সকল ক্ষেত্রে। মানুষ এখন আর দখল চাঁদাবাজিতে বিশ্বাস করে না। মানুষ এখন বিকল্প ভাবে। ভালো মানুষ খুঁজে যাচ্ছে। এদেশের ধনীদের ১ লাখ টাকা দিলে ৮০ হাজার টাকা তারা বিদেশে পাচার করে, আর গরিবদের দিলে তারা দেশেই কাজে লাগায়।
মান্না বলেন, আমি প্রধান উপদেষ্টার সাথে মিটিংয়ে জিজ্ঞেস করেছিলাম, কতদিন ক্ষমতায় থাকতে চান? ড. ইউনুস বলেছেন, আমরা যারা দায়িত্ব নিয়েছি তারা সকলেই সফল মানুষ। তাই দেশের মানুষের জন্য আমরা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই। দেশের মানুষকে ভালো মানুষ খুঁজে বের করতে হবে। এদেশে এখনও ভালো মানুষ আছে। তাই তাদের নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে।
