ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিসিইউতে লুৎফুজ্জামান বাবর

ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নুসরুল্লাহ খানের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি।

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম

বুকে ব্যথা নিয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সকালে উনার ইকো করা হয়েছে, অন্যান্য পরীক্ষাও চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে এসেছিলেন। চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন।’

ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নুসরুল্লাহ খানের অধীনে চিকিৎসাধীন আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
 


রোববার (১৯ জানুয়ারি) সকালে গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভবন করলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিভিন্ন মামলায় দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর সব মামলায় খালাস পেয়ে গত ১৬ জানুয়ারি কারামুক্ত হন বাবর।

Fj
আরও পড়ুন