আমাদের অপ্রিয় পীর দরবেশ সালমান এফ রহমানের মতো দরবেশ বাবারা পুরো দেশটাকে লুটেপুটে খেয়েছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ‘নদীর বাধের টাকা লুটপাট, বালু ব্যবসা এমনকি শ্রমজীবী মানুষের পকেট কেটেছে এই দরবেশ ও তার উত্তরসূরিরা। জমি দখল, সিন্ডিকেট বাণিজ্য সবই করেছে এই পীর দরবেশ ও তার অনুসারীরা।’
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার দোহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে জুলাই বিপ্লবের শহীদদের জন্য দোয়া ও আহতদের জন্য সুস্থতা কামনা এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, ‘ক্ষমতা ও লুটপাটের সুবিধার জন্য দুই উপজেলাকে একত্রিত করে একটি আসন করেছিল এই দরবেশ বাবা। ঢাকা থেকে ৩০০ কিলোমিটার দূরে যেখানে গ্যাস আছে কিন্তু ঢাকার কাছে তার নিজের এলাকায় গ্যাস দেয়নি। কারণ নিজের বাণিজ্য নষ্ট হবে বলে।’
তিনি বলেন, ‘শুধু দোহার-নবাবগঞ্জ নয়, পুরো দেশটাকে লুটপাট করে খেয়েছে। শুধুমাত্র একটি ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই টাকা যদি রাষ্ট্রের হয় তাহলে এই টাকা জনগণের। এই টাকা আমার আপনার। এই দরবেশরা মুখে দাড়ি রেখে মাধায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি পরে, এভাবে আমাদের ইসলামের মূল্যবোধকে ব্যবহার করে মানুষের রক্তকে শোষণ করেছে। এই দরবেশের সহযোগীরা বিভিন্ন প্রতিষ্ঠান, প্রতিটি জায়গায় চাঁদা বাজি, বালু উত্তোলন ও ভূমি দখল করেছিল। সবই করেছে ক্ষমতা আর লুটপাটকে কুক্ষিগত করে রাখার জন্য।’
তিনি আরও বলেন, ‘হাসিনা দেশের পুলিশ থেকে শুরু করে প্রতিটি সেক্টরকে তাদের দাস বানিয়েছিল এবং তারা সবাইকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের ভূমিকা রাখতে হবে।’
জাতীয় নাগরিক কমিটির সম্পাদক (লজিস্টিকস) মো. রাসেল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমাদের দাবি, জুলাই বিপ্লবের একটি দলিল থাকবে। যে দলিলে রাষ্ট্রের কর্তাব্যক্তিদের এবং রাজনীতিবিদদের স্বাক্ষর থাকতে হবে। যে দলিলের বাহিরে বাংলাদেশ কখনো যেতে পারবে না। সেই কাঙ্ক্ষিত দলিল নিয়ে গড়িমসি করা হচ্ছে।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. নিজাম উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া ফারজানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবুল ইসলাম, ঢাকা জেলা নাগরিক কমিটির লজিস্টিক সেল সম্পাদক রাসেল আহমেদ, ঢাকা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লজিস্টিক সেল সদস্য আদনান মাহমুদ, স্থানীয় নাগরিক কমিটির নেতা সালাহ উদ্দিন, রিফাত হোসেন, ছাত্র আন্দোলনের শাকিল আহমেদ, সুরভী আক্তার, মিস রুমি, মো. মোস্তফা আহমেদ, আরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকার নবাবগঞ্জে ও কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে জুলাই বিল্পবের শহীদদের জন্য দোয়া ও আহতদের জন্য সুস্থতা কামনা এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারজিস আলম।
পাচার করা টাকা দিয়ে গুজব ছড়াচ্ছে হাসিনা: সারজিস আলম