অনির্বাচিত সরকার কখনই জনগণের সরকার না। এজন্য নানান অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার চেষ্টা দেশবিরোধী ও ৫ আগস্টের চেতনাবিরোধী বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা ধূম্রজাল সৃষ্টি হচ্ছে। আমরা পরিষ্কার করতে চাই, সঠিক নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারাই রাষ্ট্র ক্ষমতায় বসার সত্যিকারের হকদার। সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ফ্যাসিবাদ হটানোর সময় আমাদের কোনো বিভাজন ছিল না। কে আলেম কে জালেম, কে সাধারণ জনতা, কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, কোনো বিভাজন ছিল না। সেই যুদ্ধে একটি সিদ্ধান্ত ছিল আধিপত্যবাদী হাসিনাকে হটাতে হবে। এখন আরেকটি যুদ্ধ করতে হবে। আরেকটি সিদ্ধান্ত নিতে হবে। কোনো আদর্শহীন মানুষকে আমরা ভোট দেব না। আমরা দুর্নীতিবাজ, চোরাকারবারি, লুণ্ঠনকারী, অনৈতিকভাবে অধপতিত কাউকে ভোট দেব না।
তিনি বলেন, যারা শহিদ হয়েছেন- তাদের পরিবার ও যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। অগ্রাধিকার কি হবে সরকার তা সিলেক্ট করতে পারছে না। আমরাও তাদের নানান পরামর্শ দিচ্ছি কিন্তু সেসব পরামর্শ তারা সঠিকভাবে পালন করছে না।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম।
আরও বক্তব্য রাখেন- কুমিল্লা অঞ্চল টিম সদস্য আবদুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন।
জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার তাগিদ জামায়াত আমিরের
নির্বাচন পরে, আগে গুম-হত্যার বিচার করতে হবে: জামায়াত আমির