অন্তর্বর্তীকালীন সরকারের কর্মসূচিতে শান্তিচুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার তালিকায় রাখার দাবিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন চট্টগ্রামে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড় থেকে এই গণসংযোগ শুরু করা হবে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের দুই যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন ও অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণসংযোগ কর্মসূচীতে সিপিবি সভাপতি শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল প্রধান প্রমুখ অংশগ্রহণ করবেন। এই ছাড়াও চট্টগ্রামের বাম প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা কর্মী, বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ এই গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে সংহতি জানাবেন।
এছাড়া দুই যুগ্মসমন্বয়কারী জাকির হোসেন এবং অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) গণসংযোগ ও প্রচারপত্র বিতরণে চট্টগ্রামের সকল স্তরের জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
