ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

দেশে ফিরেই ‘নির্বাচনী রোডম্যাপ’ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

বিএনপি চায় সুনির্দিষ্ট তারিখ। এজন্য দলটি মাঠে নামার প্রস্তুতিও নিচ্ছে। এর মধ্যেই স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে। 

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পিএম

ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের সমস্যা সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেছেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার যে দাবি তারা জানিয়ে আসছেন, সেটা আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সমাধান হবে বলে আশা করছেন তারা। এছাড়া ঐক্যের মাধ্যমে সব সমস্যার সমাধান আসবে। নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে। 

বিএনপি মহাসচিব বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও দুটি সম্ভাব্য ডেটলাইন ঘোষণা করেছেন। চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনের মধ্যে পরবর্তী নির্বাচন হবে বলে জানানো হয়েছে।

তবে বিএনপি চায় সুনির্দিষ্ট তারিখ। এজন্য দলটি মাঠে নামার প্রস্তুতিও নিচ্ছে। এর মধ্যেই স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে। 

এর আগে, গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম। 

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

এক সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরলেন মির্জা ফখরুল। 

AHA
আরও পড়ুন