পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ১০ পরামর্শ শিশির মনিরের

আপডেট : ২৪ মে ২০২৫, ০৬:০৮ পিএম

প্রায় কয়েক সপ্তাহ ধরেই দেশের রাজনীতি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা। নানা রকমের ঘটনা আর পাল্টাপাল্টি অবস্থানের ভেতর দিয়ে অস্থির হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। 

এমন পরিস্থিতি মোকাবেলায় ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রাজনৈতিক দলগুলোকে দিয়েছেন ১০টি পরামর্শ।

শনিবার (২৪ মে) দুপুরে শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাজনৈতিক দলগুলোর জন্য এসব পরামর্শ তুলে ধরেন।

তার পরামর্শগুলো হলো:

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বন্ধ করা; মাথা ঠাণ্ডা রাখা, অযথা উত্তেজিত না হওয়া; নিজের মতো করে ত্যাগের মানসিকতা বৃদ্ধি করা; অযথা খোঁচাখুঁচি করা থেকে বিরত থাকা; পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি; যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু সম্মান প্রদর্শন করা; সিনিয়রদের সম্মান দেওয়া; জুনিয়রদের স্নেহ করা; সন্দেহের বশবর্তী হয়ে কোনো কথা/কাজ না করা; সব ধরনের মব বন্ধ করা; এবং পজিটিভ ভূমিকা রাখা।  

তিনি আশা করে বলেন, ইনশাল্লাহ দ্রুতই পরিস্থিতি পূর্বের চেয়ে ভালো হয়ে উঠবে।

Raj/AHA
আরও পড়ুন