ঢাকা দক্ষিণ সিটি করপোশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আবারও ঢাকাবাসীর ব্যানারে কর্মসূচি শুরু হচ্ছে। ঈদের কারণে নগর ভবনে অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত ছিল। কিন্তু ঈদ শেষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তা আবারও শুরু হতে যাচ্ছে।
রোববার (১৫ জুন) বেলা ১১টার পর নগর ভবনে উপস্থিত হয়ে আবারও নতুন কর্মসূচির ঘোষণা করবেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ মে থেকে এ আন্দোলন শুরু হয়। ‘ঢাকাবাসী’ ব্যানারে সংগঠিত হয়ে আন্দোলনে নামেন সিটি করপোরেশনের কর্মচারী, ইশরাকের সমর্থকসহ বিএনপির নেতাকর্মীরা। মাঝে ৪৮ ঘণ্টার বিরতির পর আবার কর্মসূচি চলছে।
ঈদের আগে টানা তিন সপ্তাহ ধরে আন্দোলনে নগর ভবনের সব ধরনের সেবা বন্ধ করে দেওয়া হয়। ইতোমধ্যে গত ৩ জুন নগর ভবনে এসে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের সময়ের মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে আন্দোলনে সাময়িক বিরতি ঘোষণা করেন ইশরাক হোসেন।
এদিকে, ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচির কারণে করপোরেশনের কর্মকর্তারা শুরু থেকেই অঘোষিত ছুটিতে আছেন। ফটকগুলো তালাবদ্ধ থাকায় কর্মকর্তারা অফিসে আসছেন না। দাফতরিক কাজ প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। শুধু পরিচ্ছন্নতা বিভাগের কাজ চলছে।