ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মঞ্চে জ্বালাময়ী বক্তব্য, চলছে ইসলামী গান

আপডেট : ২৮ জুন ২০২৫, ০১:১৪ পিএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ। সমাবেশে যো দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতাকর্মীরা এসেছেন। নেতাকর্মীদের পদচারণায় মুখর সোহরাওয়ার্দী উদ্যান। তাদের উজ্জীবিত রাখতে মঞ্চ থেকে জ্বালাময়ী বক্তব্য আর ইসলামিক গান পরিবেশন করা হচ্ছে।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় জাতীয় মহাসমাবেশের প্রথমপর্ব। এই পর্বে বক্তব্য রাখছেন জেলা ও মহানগরের নেতারা। মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাকরাইল সার্কেল, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ, মৎস্য ভবন মোড় থেকে কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যানের মন্দির গেট, টিএসসি ও শাহবাগ এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।

উদ্যানের ভেতর দেখা যায়, যারা বয়োজ্যেষ্ঠ আছেন এবং ভোরের দিকে ঢাকায় এসে পৌঁছেছেন তারা বিভিন্ন গাছের নিচে বিশ্রাম করছেন।

আব্দুল কাদের নামের একজন বলেন, আমরা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চারটি বাসে করে এখানে এসেছি। সকাল সাতটার দিকে এখানে এসে নেমেছি। আপাতত কোনো কাজ নেই বলে গাছের নিচে বিশ্রাম করছি। দুপুরের পরে সমাবেশে ঢুকবো।

এছাড়া আরও দেখা গেছে, উদ্যানে থাকা লেকের পানিতে প্রায় অনেকেই গোসল ও অজু করে নিচ্ছেন।

মঞ্চে উঠে কিছু সময় পর পর বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দিচ্ছেন। একটি বক্তব্যের ফাঁকে ফাঁকে ইসলামী গান পরিবেশন করা হচ্ছে। দুপুর ২টা থেকে মহাসমাবেশের মূলপর্ব শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

এর আগে গতকাল শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম মাঠ পরিদর্শনে গিয়ে জানান, সারা দেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এছাড়া লঞ্চ ও ট্রেনে করে লাখো মানুষের ঢাকায় সমবেত হওয়ার আশা রয়েছে।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা এই মহাসমাবেশ থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

SN
আরও পড়ুন